tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ১২ নভেম্বর ২০২৪, ১৯:১৩ পিএম

ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশি নারী আটক


sylhet-20241112185726

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় চার বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর বিওপির মায়াবী ঝর্ণা নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নরসিংদী জেলার পলাশ থানার খানেপুর গ্রামের মৃত মুনসুর আলীর মেয়ে মোসা. রুবিনা আক্তার (৩৭), ঢাকা জেলার নবাবগঞ্জ থানার সূর্যখালী গ্রামের দেলোয়ারের মেয়ে মোসা. লাবনী আক্তার (৩৪), চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সুজাতপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার মেয়ে মরিয়ম বেগম (৩১) এবং ঢাকা জেলার খিলগাঁও থানার উত্তর রামপুরা গ্রামের রমিজুল ইসলামের মেয়ে মোসা. রুমি আক্তার (২৬)।

মঙ্গলবার বিকেলে করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীনস্থ প্রতাপপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭২/১-এস সংলগ্ন মায়াবী ঝর্ণা নামক স্থানের কাছে দিয়ে মানব পাচারকারীর সহায়তায় চার বাংলাদেশি নারী অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয়রা তাদের আটক করে প্রতাপপুর বিওপির টহল দলের কাছে স্থানান্তর করেন।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তাদের নামে মামলা দিয়ে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলছে।

এসএম