tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ০৭ নভেম্বর ২০২১, ২০:৪৫ পিএম

লঞ্চ ভাড়া ৩৫ দশমিক ২৯ শতাংশ বৃদ্ধি, ধর্মঘট প্রত্যাহার


Launch.jpg

পূর্বের ভাড়ার চেয়ে ৩৫ দশমিক ২৯ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে লঞ্চ ধর্মঘট প্রত্যাহার হয়েছে। বর্তমানে ১০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত প্রতি কিলোমিটার লঞ্চ ভাড়া ১ টাকা ৭০ পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই দূরত্বে প্রতি কিলোমিটার লঞ্চ ভাড়া হবে ২ টাকা ৩০ পয়সা।


ডিজেল ও কেরোসিনের প্রতিলিটার ১৫ টাকা বাড়ায় লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। লঞ্চে প্রতি কিলোমিটার ৬০ পয়সা বেড়েছে।

পূর্বের ভাড়ার চেয়ে ৩৫ দশমিক ২৯ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে লঞ্চ ধর্মঘট প্রত্যাহার হয়েছে।

লঞ্চ.jpg

আজ রোববার (৭ নভেম্বর) রাজধানীর মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে সরকারের সঙ্গে লঞ্চ মালিকদের বৈঠকে ভাড়া বাড়ানো ও ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

বর্তমানে ১০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত প্রতি কিলোমিটার লঞ্চ ভাড়া ১ টাকা ৭০ পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই দূরত্বে প্রতি কিলোমিটার লঞ্চ ভাড়া হবে ২ টাকা ৩০ পয়সা।

উল্লেখ্য, আজকের এই বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির মহাসচিব শহিদুল ইসলাম ভূঁইয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমান, বিআইডব্লিউটিএ'র কর্মকর্তা এবং লঞ্চ মালিকরা উপস্থিত ছিলেন।

এইচএন