tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৫ পিএম

বাংলাদেশ থেকে পাচার করা ১৪ কেজি সোনাসহ পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ২


1

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১০৬টি সোনার বিস্কুটসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে।


শনিবার (২ সেপ্টেম্বর) ভারতের সীমান্ত এলাকার বিজয়পুর গ্রামে এ অভিযান চালিয়ে রবীন্দ্রনাথ বিশ্বাস ও বিধান ঘোষ নামে দুই জনকে গ্রেপ্তার করা হয়। ইন্ডিয়া ট্যুডের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ৩২ ব্যাটালিয়ন ও দেশটির রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের (ডিআরআই) একটি দল পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় যৌথ অভিযান চালায়। নদীয়ার বিজয়পুর গ্রামের একটি বাড়িতে সোনা লুকিয়ে রাখা হয়েছে বলে কর্মকর্তাদের কাছে গোপন সংবাদ আসার পর অভিযান পরিচালনা করা হয়।

বিএসএফ ও রাজস্ব গোয়েন্দাদের একটি যৌথ দল বিজয়পুর গ্রামে তল্লাশি অভিযান শুরু করে। এ সময় ওই গ্রামের একটি বাড়ির আবর্জনার স্তূপ থেকে কাপড়ে মোড়ানো দুটি সোনার ব্যাগ উদ্ধার করা হয়।

দেশটির ইংরেজি দৈনিক ইন্ডিয়া ট্যুডে বলছে, বিভিন্ন আকারের ১০৬টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। সোনার বিস্কুটগুলোর মোট ওজন ১৪ কেজি ২৯৬ গ্রাম। ভারতীয় বাজার দর হিসেবে এই সোনার বর্তমান মূল্য প্রায় সাড়ে ৮ কোটি রুপি।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দুই চোরাকারবারী বিএসএফ ও ডিআরআই কর্মকর্তাদের বলেছেন, তারা মাসুদ ও নাসিফ নামের দুই বাংলাদেশির কাছ থেকে সোনার বিস্কুটগুলো নিয়েছেন। পরে সেগুলো নদীয়ার বাসিন্দা সন্তোষ হালদারের কাছে হস্তান্তর করার কথা ছিল তাদের। কিন্তু ওই এলাকায় বিএসএফের টহল বৃদ্ধি পাওয়ায় তারা সোনার বিস্কুটগুলো বাড়িতে লুকিয়ে রাখেন।

অভিযুক্ত দুই চোরাকারবারিকে জিজ্ঞাসাবাদ শেষে ডিআরআইয়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

এবি