tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ৩১ জানুয়ারী ২০২৪, ১৬:৪৭ পিএম

মার্কিন যেকোনও আগ্রাসনের চূড়ান্ত জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি ইরানের


irgc-20240131155058

যুক্তরাষ্ট্রের যেকোনও ধরনের আগ্রাসনের চূড়ান্ত জবাব দেওয়া হবে বলে ওয়াশিংটনকে হুঁশিয়ার করে দিয়েছে ইরান। বুধবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি এই হুঁশিয়ারি দিয়েছেন।


তেহরান-সমর্থিত মিলিশিয়াদের হামলায় জর্ডানে মার্কিন সামরিক বাহিনীর তিন সদস্যের প্রাণহানির ঘটনায় যুক্তরাষ্ট্র প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে ওয়াশিংটন জানিয়ে দেওয়ার পর ইরান পাল্টা হুঁশিয়ারি দিলো।

সালামি বলেছেন, ‘‘আমরা আমেরিকান কর্মকর্তাদের কাছ থেকে হুমকি শুনতে পাচ্ছি। আমরা তাদের বলছি, তারা ইতিমধ্যে আমাদের পরীক্ষা নিয়েছে। এখন আমরা পরস্পরকে জানি, ইরানে এবং এর জনগণের বিরুদ্ধে যেকোনও আগ্রাসনের চূড়ান্ত জবাব দেওয়া হবে।’’

২০২০ সালের জানুয়ারিতে ইরাকের রাজধানী বাগদাদে ড্রোন হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের কমান্ডার কাশেম সোলেইমানিকে হত্যা করে মার্কিন সামরিক বাহিনী। পরে এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইরাকের আইন আল-আসাদ ঘাঁটিতে হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

এদিকে, বুধবার জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানিও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘‘ইরানের ভূখণ্ড, স্বার্থ বা নিজ সীমানার বাইরে ইরানি নাগরিকদের ওপর যেকোনও ধরনের হামলার নিষ্পত্তিমূলক জবাব দেবে তেহরান।’’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জর্ডানে হামলায় মার্কিন সৈন্যদের প্রাণহানির ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেওয়ার একদিন পর ইরানি কর্মকর্তারা এসব হুঁশিয়ারি দিয়েছেন। তবে কীভাবে ইরান-সংশ্লিষ্ট ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর ড্রোন হামলার প্রতিক্রিয়া জানানো হবে, সেই বিষয়ে বিস্তারিত জানাননি বাইডেন।

সিরিয়ায় সম্প্রতি ইসরায়েলের বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কয়েকজন সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে গত ২০ জানুয়ারির এক হামলায় বিপ্লবী গার্ডের অন্তত পাঁচ সদস্য নিহত হন। তারও আগে গত ২৫ ডিসেম্বর ইসরায়েলের হামলায় বিপ্লবী গার্ডের দুই সদস্যের প্রাণহানি ঘটে।

তাসনিম বলেছে, সোমবার সিরিয়ায় ইরানের সামরিক উপদেষ্টা কেন্দ্রে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। তবে সিরিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলের হামলায় নিহতরা ইরানি নাগরিক নন।

গত ১৫ জানুয়ারি ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয়ে হামলা চালিয়েছিল ইরান।

এমএইচ