tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ১৮ ডিসেম্বর ২০২৩, ১৫:১০ পিএম

কোনো প্রার্থীকে দুর্বল ভাবি না: টিপু মুনশি


rangpur_20231218_141332369

নির্বাচনে কোনো প্রার্থীকে দুর্বল ভাবার সুযোগ নেই। আমিও কোনো প্রার্থীকে দুর্বল মনে করি না বলে মন্তব্য করেছেন রংপুর-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।


সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দ নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি বড় দল, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আছে, প্রতিদ্বন্দ্বিতা করবে। এ নিয়ে চিন্তিত নই।

অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে বাণিজ্য মন্ত্রী বলেন, বিএনপি বড় দল, নির্বাচনে আসে নাই। অন্যান্য দল এসেছে। তাছাড়া নির্বাচনে মানুষের উৎফুল্লতা বিরাজ করছে। সবমিলিয়ে নির্বাচন অংশগ্রহণমূলকই হবে।

এবারের নির্বাচনে প্রতিশ্রুতি বিষয়ে তিনি বলেন, নির্বাচনী এলাকার প্রায় ৯০-৯৫% রাস্তা পাকা করাসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ হয়েছে। এবারে এমপি হলে বেকারত্ব ঘোঁচাতে ও অর্থনৈতিক উন্নয়নে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করবো। এই অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন হলে প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

প্রতীক বরাদ্দ নিতে এসময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এনএইচ