অর্থনীতি
প্রকাশনার সময়: ০৭ অগাস্ট ২০২৩, ০৯:৩৮ এএম
বাংলাদেশে মূল্যস্ফীতি কমেছে: বিবিএস
Share on:
দেশে মূল্যস্ফীতি কিছুটা কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
রোববার (৬ আগস্ট) মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে সংস্থাটি।
বিবিএসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল ৯.৬৯ শতাংশ। জুনে এই হার ছিল ৯.৭৪ শতাংশ।
তবে জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। গত জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৯.৭৬ শতাংশ। এর আগের মাস, অর্থাৎ জুনে এই হার ছিল ৯.৭৩।
অন্যদিকে চলতি মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৯.৪৭ শতাংশ। জুন মাসে ছিল ৯.৬০ শতাংশ।
এছাড়া গ্রামে এখন সার্বিক মূল্যস্ফীতি ৯.৭৫ শতাংশ এবং শহরে এই হার ৯.৪৩।
উল্লেখ্য, গত ২০২২-২৩ অর্থ বছরের গড় মূল্যস্ফীতি ছিল ৯.২ শতাংশ। সূত্র: বাসস।
এন