tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০৩ অগাস্ট ২০২৩, ২১:২৩ পিএম

তারেক-জোবায়দার সাজায় জামায়াতের উদ্বেগ


জামায়াত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানতারেক রহমানকে ৯ বছর এবং তাঁর স্ত্রী ডা. জোবায়দা রহমানকে ৩ বছর সাজা দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


বৃহস্পতিবার (৩ আগস্ট) জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এবিষয়ে এক বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে তিনি বলেন, ২ আগস্ট রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার রায়ের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ৯ বছর এবং তাঁর স্ত্রী ডাঃ জোবায়দা রহমানকে ৩ বছর সাজা প্রদান করা হয়েছে। ষড়যন্ত্রমূলক মামলায় তাঁদেরকে সাজা দেয়ার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, তাদেরকে যে মামলায় সাজা দেয়া হয়েছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। শুধু রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন এবং দেশের মানুষের নিকট তাঁদের ভাবমর্যাদা নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এ সাজার রায় দেয়া হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। ভবিষ্যৎ রাজনীতিতে এর বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, আমরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড এবং হয়রানি বন্ধ করার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহবান জানাচ্ছি।

প্রেস বিজ্ঞপ্তি