tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১৮ জুন ২০২৩, ২০:৩৭ পিএম

রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ সোমবার


৪

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাচ্ছে কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।


সোমবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবনে ইসির জন্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে স্যারদের যেহেতু এখনো দেখা হয়নি। তাই তারা নতুন মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন।

জানা যায়, সিইসি, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর ও ইসি সচিব মো. জাহাংগীর আলম রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান দেশের বাইরে থাকায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত থাকতে পারছেন না।

মো. সাহাবুদ্দিন গত ১৩ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরপর ২৪ এপ্রিল তিনি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন৷ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ইসির এটিই হবে প্রথম সৌজন্য সাক্ষাৎ।

এমআই