tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
শিক্ষা প্রকাশনার সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৪ পিএম

আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা দেবে জাবি


965

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।


মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টের আন্দোলনে যে সব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা সহায়তা পায়নি, তাদেরকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর চিকিৎসা সহায়তা প্রাপ্তির উদ্দেশ্যে চিকিৎসা সেবা গ্রহণের সকল কাগজপত্রসহ আবেদন করার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, গত জুলাই মাসে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনের জের ধরে দেশব্যাপী যে ভয়াবহ সংঘাতের সৃষ্টি হয় এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়।

এনএইচ