tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১৭ জুন ২০২৪, ১৩:৩২ পিএম

ঈদের দিনেও বাড়ি ফিরছে মানুষ


EID_20240617_132354651

ঈদুল আজহা উপলক্ষ্যে নানা মাধ্যমে লাখ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। বেশিরভাগ মানুষ ঈদের আগে রাজধানী ছাড়লেও বিভিন্ন কারণে যারা আগে যেতে পারেননি তারা ঈদের দিন নাড়ির টানে বাড়ি যাচ্ছেন। বিশেষ করে ঈদের আগে চাপ বেশি থাকায় যারা পরিবার নিয়ে বাড়ি যাননি তারা ঈদের দিন বাড়ি যাচ্ছেন। আবার ছুটি না মেলায়, পরিবহন সংকটের কারণেও অনেকে ঈদের আগে ঢাকা ছাড়তে পারেননি। সেসব মানুষ ঈদের দিন গ্রামে যাচ্ছেন পরিবার পরিজনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে।


এদিকে বিভিন্ন রুটে ঈদের আগে তীব্র যানজট থাকলেও ঈদের দিনে সড়ক পুরো ফাঁকা। ফলে ভোগান্তি ছাড়া গন্তব্যে যাচ্ছে মানুষ।

সোমবার (১৭ জুন) সকাল থেকে সংখ্যায় কম হলেও মানুষ ঢাকা ছাড়ছেন। তবে ঈদের শেষে মঙ্গল ও বুধবারও অনেকে গ্রামে যাবেন। বিশেষ করে যারা কোরবানির সময় গোশত কাটাকাটির কাজে যুক্ত থাকেন সেসব নিম্ন আয়ের মানুষ ঈদের পরে বাড়িতে যান।

ঈদের দিন সকালে রাজধানীর গুলিস্তান এলাকায় অনেককে সড়কপথে বাড়ি যেতে দেখা গেছে। ফুলবাড়িয়া বাস টার্মিনাল দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলার মানুষ পদ্মা সেতু দিয়ে বাড়ি যান। ঈদের দিনে সকালে এখান থেকে অল্প যাত্রী নিয়ে কিছু যানবাহন ঢাকা ছাড়তে দেখা গেছে।

এছাড়াও গাবতলী, মহাখালী, সায়েদাবাদ থেকেও অনেকে ঈদের সকালে ঢাকা ছেড়েছেন।

ফুলবাড়িয়ায় গোপালগঞ্জের কোটালিপাড়া রুটে চলা স্টার এক্সপ্রেস নামে একটি বাসে অল্প কিছু যাত্রী নিয়ে স্ট্যান্ডে অপেক্ষা করতে দেখা গেছে। অন্যদিকে ঢাকা-মাওয়া রুটে চলা প্রচেষ্টা পরিবহনের বাসও যাত্রী নিয়ে যেতে দেখা গেছে।

আগে মাওয়া পর্যন্ত প্রচেষ্টা গাড়ি চললেও পদ্মা সেতু চালুর পর এসব গাড়ি কোনোটা ফরিদপুরের ভাঙা, কোনোটা মাদারীপুরের দিকেও যায়।

গাবতলী দিয়ে যেসব যাত্রী ঢাকা ছাড়ছেন তাদের অনেকে পোশাক কারখানার শ্রমিক। অনেকে ঈদের আগের দিন ছুটি পাওয়া স্ত্রী- ছোট সন্তানকে নিয়ে মানুষের চাপ এড়াতে ঈদের দিন যাচ্ছেন বলে জানিয়েছেন।

এদিকে ঈদের দিনেও যাত্রী পেয়ে খুশি পরিবহন সংশ্লিষ্টরা। অবশ্য বকশিসের নামে ঈদের দিনেও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। ঢাকা-বরগুনা রুটের এসি গাড়ি দিগন্ত পরিবহনে স্বাভাবিক সময় ৮শ টাকা ভাড়া নেওয়া হলেও ঈদের সময় এটি ১৫০০টাকা করা হয়েছে।

জানতে চাইলে কাউন্টার ম্যানেজারের বলেন, ‘আমরা ২০ তারিখ পর্যন্ত ১৫০০টাকা করে নিচ্ছি। পরে আবার আগের ভাড়া নেয়া হবে।’

এনএইচ