tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০৭ জুলাই ২০২৩, ০৭:৫২ এএম

এখনো তামিম ইকবালই ক্যাপ্টেন: পাপন


1

‘আমাদের কাছে এখনো তামিম ইকবাল-ই ক্যাপ্টেন’- বৃহস্পতিবার রাতে জরুরি মিটিং শেষে তামিমের অবসর প্রসঙ্গের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।


দুপুরে তামিমের অবসর ঘোষণার পর তড়িগড়ি জরুরি মিটিং ডাকে বিসিবি। রাত দশটায় রাজধানীর এক হোটেলে এই মিটিং শুরু করার কথা থাকলেও শুরু হয়ে যায় ত্রিশ মিনিট আগে। তবে প্রায় দুই ঘণ্টা পর সেই মিটিংয়ে যোগ দেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

মিটিং শেষে বিসিবি সভাপতি যখন বের হয়ে আসেন তখন ঘড়িতে রাত ১২টা ২০ মিনিট। তামিমের অবসরের সিদ্ধান্ত জানানোর ১০ ঘণ্টা তখন পেরিয়ে গেছে। দেশের ক্রিকেটে যে কোনো বড় ঘটনায় বোর্ড সভাপতি বিমর্ষ থাকেন। আজকের ঘটনায় তাকে আরো বিমর্ষ দেখাচ্ছিল।    

শুরু থেকে তিনি বলেন, ‘আজ বসার পেছনে কারণ একটা। হঠাৎ করে তামিম মিডিয়াতে বলেছে অবসর নিয়েছে। এটা আমাদের জন্য একেবারে অপ্রত্যাশিত। ওর সঙ্গে আমার রেগুলার যোগাযোগ আছে। যেহেতু ও ওয়ানডে অধিনায়ক, তিনদিন আগেও কথা হয়েছে স্কোয়াড নিয়ে। কালকেও ওর সঙ্গে কথা বলেছি।’

‘একটা সিরিজ চলছে, ও অধিনায়ক, শুধু প্লেয়ার না; একজন অধিনায়ক হঠাৎ করে বলা আমি অবসর নিলাম, এটা ভালো দেখায় না। আমি মনে করি এটা ঠিক না। আমাদের এখানেই এটা শুরু হয়েছে। রিয়াদের অবসরের পর আমি বলেছি, কোনো প্লেয়ার যদি ভবিষ্যৎ পরিকল্পনা কী, অবসর পরিকল্পনা কী; আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই ওরা যেন আমাদের বলে। আমরা ওদের সুন্দরভাবে বিদায় দিতে চাই। বলার পরও যদি না করে, তাহলে আমাদের কী করার বলেন।’-আরও যোগ করেন বিসিবি সভাপতি। 

বিসিবি কর্তারা তামিমের অবসর নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাননি। বল উল্টো ঠেলে দিয়েছেন তামিমের কোর্টে, ‘আমি যেহেতু মেসেজ দিয়েছি, আমাকে অপেক্ষা করতেই হবে তার কাছ থেকে কোনো উত্তর আসে কি না। আশা করবো আমাদের সঙ্গে কথা বলে এটার কোনো সমাধান পাওয়া যায় কি না আমরা চেষ্টা করবো।’ 

এর আগে গতকাল দুপুরে চট্টগ্রামে সংবাদ সম্মেলন ঢেকে অবসরের ঘোষণা দেন তামিম। আচমকা এই ঘোষণা বোর্ড প্রধানের কাছে পুরোপুরি অপ্রত্যাশিত,‘আমার পক্ষে কোনোভাবেই বোঝার উপায় ছিল না এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে। ব্যক্তিগতভাবে ওর সঙ্গে কয়েকবার কথা বলেছি ওর ভবিষ্যৎ নিয়ে। ও বলেছে পরের চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি খেলবে। এরপর বিশ্বকাপের অধিনায়কত্ব নিয়ে জালাল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। আমরা বলেছি ওই ক্যাপ্টেন। বিশ্বকাপটা যেহেতু সামনে, ক্যাপ্টেন্সি বদল নিয়ে কোনো কথা হয়নি। এ ধরনের প্লেয়ারদের কাছ থেকে যে অবাক হই, এটা আমাদের জন্য দুঃখজনক।’

এন