tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০৬ মার্চ ২০২৪, ২১:২১ পিএম

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ


santo-afp

সিরিজ বাঁচানোর লক্ষ্যে এই রান তাড়া করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ।


লক্ষ্যটা ১৬৬ রানের। দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার মিলে ওপেনিং জুটিতেই বাংলাদেশকে এনে দেন ৬৮ রান। সপ্তম ওভারে সৌম্যের বিদায়ে এই জুটি ভাঙলেও কক্ষপথেই আছে বাংলাদেশ। সাজঘরে ফেরার আগে সৌম্য সরকার করেছেন ২২ বলে ২৬ রান।

সৌম্যের পর বিদায় নিয়েছেন লিটনও। ৩৬ রানে ফিরেছেন তিনি সাজঘরে। এরপরও জয়ের পথে ছুটছে বাংলাদেশ। দলীয় শতরান পেরিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ক্রিজে আছেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়

লাদেশের জন্য ম্যাচটি সিরিজে টিকে থাকার। শ্রীলঙ্কার লক্ষ্য পরিষ্কার। ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেওয়ার। এমন পরিস্থিতিতে আজও সিলেটের ব্যাটিং পিচে ভালো সংগ্রহ গড়েছে লঙ্কানরা। বাংলাদেশি বোলাররা শুরুটা দারুণ করলেও সেটি ধরে রাখতে পারেনি। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে জিততে স্বাগতিকদের চাই ১৬৬ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে শ্রীলঙ্কা।

দ্রুত উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে ব্যাকফুটে অবস্থায় ফেলে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে লঙ্কানরা। অ্যাঞ্জেলো ম্যাথুস ও দাসুন শানাকা মিলে পথ দেখিয়েছেন সফরকারীরদের। দুই অভিজ্ঞ ক্রিকেটারের ব্যাটে চড়ে বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা। অন্যদিকে উইকেটের খোঁজে বাংলাদেশ।

নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশের দাপট

আগের দিনের মতো ভয়ানক হয়ে উঠছিলেন আসালাঙ্কা। কিন্তু এবার আর থিতু হতে পারেননি। তার লড়াই থামিয়ে বাংলাদেশকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দিয়েছেন শেখ মেহেদী। ১১২ রানে ৫ উইকেট হারিয়ে সিলেটে কিছুটা ব্যাকফুটে শ্রীলঙ্কা।

লঙ্কানদের জুটি ভেঙে স্বস্তি ফেরালেন সৌম্য

ইনিংসের শুরুটা মোটেই ভালো হয়নি শ্রীলঙ্কার। স্কোরবোর্ডে এক রান তুলতেই হারায় উইকেট। অবশ্য শুরুর হোঁচট সামলে বাংলাদেশের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলে সফরকারীরা।

দ্বিতীয় উইকেট জুটিতে কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস মিলে জুটি গড়ে তোলেন। সেই জুটি ভেঙে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরিয়েছেন সৌম্য সরকার। ৩৬ রান করা মেন্ডিসকে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন এই অলরাউন্ডার।

পরের ওভারেই আঘাত হানেন রিশাদ হোসেন। ক্রিজে থিতু হয়ে যাওয়া কামিন্দুকে রানআউটের ফাঁদে ফেলে বিদায় করে বাংলাদেশ। ২৭ বলে ৩৭ রান আসে কামিন্দুর ব্যাট থেকে।

এর আগে কামিন্দুর সঙ্গে তিনিই এগিয়ে নিচ্ছিলেন শ্রীলঙ্কাকে। প্রথম তিন ওভারে স্রেফ ৮ রানের পরের তিন ওভারে দুজন নিলেন ৪১ রান। মোট পাওয়ার প্লেতে ১ উইকেটে লঙ্কানরা নিয়েছে ৪৯ রান।

তাসকিনের বোলিংয়ে বাংলাদেশের দাপুটে শুরু

আগের ম্যাচের মতো আজও প্রথম ওভারে সাফল্যের দেখা পেয়েছে বাংলাদেশ। এবার অবশ্য, প্রথম মেডেন দিয়ে শুরু করেন শরিফুল ইসলাম। দ্বিতীয় ওভারেই এসে যায় উইকেট। সেটা ধরা দেয় তাসকিন আহমেদের বলে। আবিস্কা ফার্নান্দোকে নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে মাঠছাড়া করেন ডানহাতি পেসার।

দলীয় এক রানে প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা। রানের খাতাও খুলতে পারেননি আবিস্কা।

প্রথম ম্যাচে অল্পের জন্য পাওয়া হয়নি জয়। পাহাড়সম রান তাড়ায় বাংলাদেশ অবশ্য দিয়েছে সাহসিকতার পরিচয়। সেই আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়ে আজ বুধবার (৬ মার্চ) দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ইতোমধ্যে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই স্বাগতিকদের।

প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। ভরসা রেখেছে সেই ১১ জনের ওপর। যাদের নিয়ে আজ লড়াইটা সিরিজ বাঁচানোর।

এসএম