tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অপরাধ প্রকাশনার সময়: ২৫ অক্টোবর ২০২৪, ১১:১৮ এএম

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, আটক ৪


Gopalganj-cda3db794f392b7ef62c401dcf977ae1

সম্প্রতি সরকার কর্তৃক সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এর প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।


বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের মিয়াপাড়ায় এ বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যান বিক্ষোভকারীরা।

পরে ঘটনাস্থল থেকে চার জনকে আটক করেছে পুলিশ। আটকদের গোপালগঞ্জ সদর থানায় রাখা হয়েছে।

জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের মিয়াপাড়া এলাকা থেকে ২০-২৫ জনের একটি দল ছাত্রলীগকে নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। মিছিলটি সাহাপাড়া এলাকার ডা. অসিত কুমার মল্লিকের বাড়ির সামনে পৌঁছালে পুলিশের একটি টহল গাড়ি দেখে পালিয়ে যান বিক্ষোভকারীরা। পরে ঘটনাস্থল থেকে বিক্ষোভকারীদের চার জনকে আটক করে পুলিশ। তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, ‘শহরের মিয়াপাড়া এলাকা থেকে ২০-২৫ জনের একটি দল বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছিল। এ সময় সদর থানার টহল পুলিশের গাড়ি দেখে দৌড়ে পালায় বিক্ষোভকারীরা। পরে ঘটনাস্থল থেকে চার জনকে আটক করা হয়েছে।’

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দাবির মুখে বুধবার (২৩ অক্টোবর) রাতে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বৃহস্পতিবার পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছিল।

এফএইচ