ভারতের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কা
Share on:
মোহালি টেস্টে শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না স্বাগতিক ভারত। তিন দিনেই জিতে গেল ভারত , তাও ইনিংস ও ২২২ রানের বড় ব্যবধানে।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৫৭৪ রান করে ডিক্লে করে স্বাগতিকরা। জবাবে জাদেজার তোপে মাত্র ১৭৪ রানে অল আউট হয়ে ফলোঅনে পড়ে শ্রীলঙ্কা। পুনরায় ব্যাট করতে নেমে ১৭৮ রানে অল আউট হয় লঙ্কান শিবির। বড় ব্যবধানে জয়ের পথে ম্যাচ সেরার পুরস্কার জেতেন অলরাউন্ড পারফরম্যান্স করা রবীন্দ্র জাদেজা।
টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার নেতৃত্বের পথচলা শুরু হলো বড় জয় দিয়ে। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
ম্যাচের তৃতীয় দিন রোববার দুই ইনিংস মিলিয়ে শ্রীলঙ্কা হারায় ১৬ উইকেট। টেস্ট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ব্যাট হাতে ১৫০ বা এর বেশি রানের ইনিংস খেলা ও ম্যাচে ১০ উইকেট নেয়ার সম্ভাবনা জাগিয়ে অল্পের জন্য পারেননি জাদেজা।
অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলার পর ম্যাচে তার প্রাপ্তি ৯ উইকেট। প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে জাদেজার শিকার ৪টি। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন আরেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও।
এমআই