লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষে আহত ১২
Share on:
লক্ষ্মীপুরে বিরোধপূর্ণ জমিতে দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ১২ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি পক্ষ একটি মামলা দায়ের করেছে প্রতিপক্ষের লোকজনকে আসামি করে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, তবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, মঙ্গলবার সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের (১নং ওয়ার্ড) ছোটপোল সংলগ্ন এলাকায় দুই পক্ষের লোকজন দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের লোকজন আহত হন।
জানা গেছে, নুরুল ইসলামের ছেলে জাকির হোসেন ২০২০ সালে স্থানীয় ইসমাইল হোসেনের কাছ থেকে ১০ শতাংশ জমি কিনেছিলেন। সেই জমিতে দোকানঘর নির্মাণ করতে গেলে পাশের বাড়ির শামছুল হক মাঝির ছেলে মনির, তোফায়েল, জহির ও কালাম বাধা দেন এবং জমিটি তাদের বলে দাবি করেন। পরবর্তীতে স্থানীয়ভাবে বৈঠক হলেও শামছুল হক মাঝির ছেলেরা তাদের জমি হিসেবে প্রমাণ করতে সক্ষম হননি। এরপর (২৬ নভেম্বর) নুরুল ইসলাম তার ছেলেকে নিয়ে দোকানঘর নির্মাণ কাজ শুরু করেন। এ সময় শামছুল হকের ছেলেরা ও নাতি বেলাল, হেলাল, রুবেল, ফরহাদ এসে কাজে বাধা দেন এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, যার ফলে অন্তত ১২ জন আহত হন।
মামলার বাদী ভুক্তভোগী নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, ৪ বছর আগে তিনি স্থানীয় সালাহ উদ্দিনের কাছ থেকে ১০ শতাংশ জমি কিনেছিলেন এবং সেখানে গাছপালা রোপণ করেন। দোকানঘর নির্মাণ করতে গেলে চরভূতা গ্রামের মনির আহমদের ছেলে বেলাল বাধা দেন এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ার কারণে বেলাল ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে তাদের ওপর হামলা চালায়, এতে তিনি ও তার ছেলেসহ ৫/৬ জন আহত হন। হামলার শিকার হয়ে তারা একটি মামলা দায়ের করেন।
অন্যদিকে অভিযুক্ত মনির আহম্মদ ও তার ছেলে বেলাল হোসেন সাংবাদিকদের জানান, বিরোধপূর্ণ জমিটি তাদের। দীর্ঘ ৫০ বছর ধরে তারা জমিটি ভোগ দখলে ছিলেন। তবে হঠাৎ ৪ বছর আগে জাকির হোসেন স্থানীয় সালাহ উদ্দিনের কাছ থেকে জমি কিনে সেখানে দোকানঘর নির্মাণ করছেন। তাদের দাবি, জমির দুটি আলাদা দাগ রয়েছে এবং জাকির হোসেন তাদের জমিতে দোকানঘর নির্মাণ করছেন। বাধা দেওয়ার পর তারা হামলা চালিয়েছেন এবং উল্টো তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তারা আতঙ্কে জীবনযাপন করছেন এবং সুবিচারের জন্য দুই মাস আগে সালাহ উদ্দিনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ সদর মডেল থানায় দায়ের করেছেন।
ওসি আরও বলেন, সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনএইচ