সারাদেশ
প্রকাশনার সময়: ২১ জানুয়ারী ২০২৪, ১১:২৭ এএম
জয়পুরহাটে সব বিদ্যালয় বন্ধ ঘোষণা
Share on:
জয়পুরহাটে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (২১ জানুয়ারি) মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে শিক্ষা অধিদপ্তর।
রোববার ২১ জানুয়ারিও আগামীকাল সোমবার ২২ জানুয়ারি সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।
এর আগে শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার শঙ্কায় ২১ ও ২২ (রোববার ও সোমবার) জানুয়ারি রাজশাহীর মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে শিক্ষা অধিদপ্তর।
গত ১৬ জানুয়ারি তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে এলে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে নির্দেশনা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-২) মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
এসএম