tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৭ জানুয়ারী ২০২৪, ১০:২৯ এএম

কে ভোট দেবে না দেবে সেটা দেখার দায়িত্ব আমাদের না: সিইসি


cec_20240107_092523352

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আমাদের দায়িত্ব ভোটের আয়োজন করা। নির্বাচনে কে ভোট দেবে না দেবে সেটা দেখার দায়িত্ব আমাদের না।’


রোববার (৭ জানুয়ারি) সকাল আটটা ৪০ মিনিটে রাজধানীর শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজ সেন্টারে ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, ‘আমি এইমাত্র আমার ভোটাধিকার প্রয়োগ করলাম। পাঁচ বছর পর জাতীয় সংসদ নির্বাচন হয়। ভোটগ্রহণ শুরু হয়েছে এটা দেখতে ভালো লাগছে। আপনাদের কাছে অনুরোধ ভোটে স্বচ্ছতা তুলে ধরবেন। মানুষের যদি অনাস্থা থাকে সেটা যেন কেটে যায় সে বিষয়ে সহযোগিতা করবেন।’

ভোটার উপস্থিতি কম হওয়ার শঙ্কা আছে কি না এমন এমন প্রশ্নের জবাবে হাবিবুল আউয়াল বলেন, ‘এসব নিয়ে আমি চিন্তা করি না। আমার দায়িত্ব ভোট আয়োজন করা। কে ভোট দিতে আসবে কে আসবে না, সহিংসতা পরিস্থিতি কি হবে না হবে জানি না। সহিংসতা বিষয়টি আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী দেখবে।’

ভোটের পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি কোনো উত্তর দেননি।

এর আগে সকাল আটটায় সারাদেশে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। দেশের ২৯৯টি আসনে চলছে ভোট উৎসব। বিরতিহীন ভোট গ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত।

প্রায় ১২ কোটি ভোটার নিজেদের রায়ে বেছে নেবেন নিজে নিজ এলাকার জনপ্রতিনিধিদের।

নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। ফলে ৩শ’ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হচ্ছে।

এনএইচ