tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ১০ নভেম্বর ২০২১, ১৩:৪৭ পিএম

বিনামূল্যে ৩৩ লাখ ডোজ টিকা দেবে পোল্যান্ড : পররাষ্ট্রমন্ত্রী


পররাষ্ট্রমন্ত্রী.jpg

করোনাভাইরাস প্রতিরোধে পোল্যান্ড বাংলাদেশকে বিনামূল্যে ৩৩ লাখ অ্যাস্ট্রাজেনেকার ডোজ টিকা দেবে।


করোনাভাইরাস প্রতিরোধে পোল্যান্ড বাংলাদেশকে বিনামূল্যে ৩৩ লাখ অ্যাস্ট্রাজেনেকার ডোজ টিকা দেবে।

আজ বুধবার ( ১০ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ তথ্য জানিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মাধ্যমে পোল্যান্ড এ টিকা বাংলাদেশকে দিচ্ছে। তথ্যসূত্র : ইউএনবি।

এদিকে বাংলাদেশকে ২০ লাখ ডোজ টিকা উপহার দেয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। শিগগিরই এই টিকা দেশে আসবে বলে ড. মোমেন আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ৯ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং দেশটির প্রধানমন্ত্রী জিন কাস্টেক্সের সাথে বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়।

বাংলাদেশ সৌদি আরব থেকে প্রায় ১৫ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে।

প্যারিস থেকে এক বার্তায় তিনি বলেন, ‘রিয়াদে আমাদের রাষ্ট্রদূত জানিয়েছেন যে বাদশাহ সালমান ত্রাণ তহবিল থেকে অ্যাস্ট্রাজেনেকা টিকার ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ বাংলাদেশকে দেবে।’

ড. মোমেন বলেন, আগামী ২-৩ দিনের মধ্যে টিকার এই ডোজ ঢাকায় পৌঁছাবে।

এইচএন