tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৩ ডিসেম্বর ২০২১, ০৯:৪৩ এএম

ভারত হিন্দুত্ববাদীদের নয়: রাহুল গান্ধী


rahul-gandhi.jpg

রাহুল গান্ধী বলেছেন, ‘ভারত হিন্দুদের দেশ; হিন্দুত্ববাদীদের নয়। হিন্দুত্ববাদী তারাই যারা যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চায়। দেশে মুদ্রাস্ফীতি এবং দুর্ভোগের জন্য আজ তারাই দায়ী।’


মুদ্রাস্ফীতি এবং জ্বালানির ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির জেরে ভারতের রাজস্থানের জয়পুরে মহাসমাবেশ করেছে দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেস।

মহাসমাবেশে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করেছেন রাহুল গান্ধী। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মূলত হিন্দুত্ববাদ নিয়ে বিজেপির কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

তিনি বলেছেন, ‘ভারত হিন্দুদের দেশ; হিন্দুত্ববাদীদের নয়। হিন্দুত্ববাদী তারাই যারা যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চায়। দেশে মুদ্রাস্ফীতি এবং দুর্ভোগের জন্য আজ তারাই দায়ী।’

রাহুল গান্ধী বলেন, ‘আমি একজন হিন্দু। এখানে যারা উপস্থিত আছেন সব মানুষ হিন্দু। কিন্তু তারা (বিজেপি) হিন্দুত্ববাদী।

একজন হিন্দু সত্যাগ্রহে আগ্রহী। আর হিন্দুত্ববাদীরা কেবল ক্ষমতার পেছনে থাকে। তারা সত্যকে পরোয়া করে না।’

‘হিন্দু কে? এমন একজন যিনি প্রতিটি ধর্মকে সম্মান করেন এবং কাউকে ভয় পান না। যারা ক্ষমতায় আছে তারা মিথ্যা হিন্দু।

ভারত হিন্দু রাজ নয়, হিন্দুত্ববাদী রাজের সম্মুখীন হচ্ছে। আমরা এই হিন্দুত্ববাদীদের সরিয়ে একটি হিন্দু রাজ আনতে চাই’, যোগ করেন তিনি।

কংগ্রেসের এই নেতা আরও বলেন, ‘একজন শিখ বা মুসলমানকে মারধর করা কি হিন্দু ধর্ম? কোন বইয়ে এটা লেখা আছে, আমি দেখিনি।

আমরা বলি হিন্দুত্ব আর হিন্দু ধর্মের মধ্যে পার্থক্য আছে। এটা খুবই সহজ যুক্তি। যদি আপনি হিন্দু হন, তাহলে কেন আপনার হিন্দুত্ববাদ প্রয়োজন হবে? কেন আপনার এই নতুন নাম দরকার?’

এইচএন