tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৬ মে ২০২৩, ১২:৫১ পিএম

মস্কোতে আলোচনায় বসতে যাচ্ছে তুরস্ক, রাশিয়া, সিরিয়া ও ইরান


47

রাশিয়া, ইরান, তুরস্ক ও সিরিয়া প্রথমবারের মতো মস্কোতে বৈঠক করতে যাচ্ছে। রাশিয়া শুক্রবার (৫ মে) নিশ্চিত করেছে, চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ১০ মে আলোচনায় বসবেন। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদনে বলা হয়, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে অন্য কোনো প্রতিনিধি বৈঠকে যোগ দিতে পারেন বলেও জানা গেছে। কারণ এই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আফ্রিকা সফরের কথা রয়েছে।

শুক্রবার (৫ মে) তুর্কি গণমাধ্যম টিভি২৪কে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু জানান, সিরিয়ার নিরাপত্তার কারণে দেশটির উত্তরাঞ্চলে মোতায়েন তুর্কি সেনা প্রত্যাহার করা হচ্ছে না।

সেখান থেকে তুর্কি সেনা সরে গেলেই ওই এলাকা দখল করে নেবে সন্ত্রাসী গোষ্ঠীটি। সিরিয়া ছাড়াও এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো তুরস্কের নিরাপত্তার জন্যও বড় হুমকি।

এছাড়া তুরস্কের আর কোনো উদ্দেশ্য নেই। আগামী ১০ মে মস্কোতে অনুষ্ঠিত বৈঠকে কী নিয়ে আলোচনা হবে তা এখনও জানা যায়নি।

সিরিয়ার নিরাপত্তার কারণে দেশটির উত্তরাঞ্চলে মোতায়েন তুর্কি সেনা প্রত্যাহার করা হচ্ছে না।

এর আগে গত বছরের ডিসেম্বরে মস্কোতে সিরিয়া, রাশিয়া ও তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা প্রধানরা সিরিয়ায় যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করেন। এখন ইরান এই তিন দেশের সঙ্গে যোগ দিচ্ছে।

এর আগে তুরস্ক জানিয়েছিল, ইরান আলোচনায় অংশ নিলে আঙ্কারা খুশি হবে। মূলত তুরস্কের অনুরোধে ইরানকে এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এন