tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০৭ জানুয়ারী ২০২৩, ০৮:৩৩ এএম

আ.লীগের নির্বাচনী ‌‘গাইডলাইন’ আসতে পারে আজ


মস

আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভা অনুষ্ঠিত হবে টুঙ্গিপাড়ায়। এতে নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব বণ্টনসহ দলের সাংগঠনিক শৃঙ্খলায় আসতে পারে গাইডলাইন।


শনিবার (৭ জানুয়ারি) দুপুর ২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্স-সংলগ্ন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা হবে। এটা হচ্ছে গত ২৪ ডিসেম্বর দলের ২২তম জাতীয় সম্মেলনের মাধ্যমে গঠিত নতুন কমিটির প্রথম বৈঠক। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।

সভার আগে দুপুর ১২টায় আওয়ামী লীগের নব-নির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নেতারা দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূলের সম্মেলন শেষ করা, সংগঠনকে চাঙা করা, অভ্যন্তরীণ কোন্দল নিরসনের তাগিদ দেবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসতে সাধারণ মানুষের কাছে যাওয়ার দিকনির্দেশনা দেবেন বঙ্গবন্ধুকন্যা। সেই অপেক্ষায় রয়েছেন নতুন কমিটির নেতারা।

দলের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে এবার খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। একজন সাংগঠনিক সম্পাদকের বিভাগ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া জাতীয় সম্মেলনের পরে যৌথসভা করাটা গঠনতন্ত্রের বিধান। এ বিধান অনুযায়ীই মূলত এ বর্ধিত সভা। এর বাইরে আর কিছুই নয়।

আরো জানা গেছে, দল গোছানো, দ্বন্দ্ব-সংঘাত দূর করা, ঐক্য নিশ্চিত করে দলকে সুসংগঠিত করা, জনগণের আস্থা অর্জন ও আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে করণীয় কী হতে পারে, তার একটি ‘গাইডলাইন’ তা দিতে পারেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। চলতি বছর আওয়ামী লীগ সংগঠনকে ঐক্যবদ্ধ ও সরকারের উন্নয়ন প্রচারে জোর গুরুত্ব দেবে। যেসব বিভাগে সম্মেলন হয়েছে, সেখানে উপজেলায় বর্ধিত সভা করবেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।

এমআই