tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আইন আদালত প্রকাশনার সময়: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৬ পিএম

দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আইনজীবীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে


Lawyers Council_07_02_2024

আইনের শাসন, ন্যায় বিচার, আইনাঙ্গণের সুষ্ঠু পরিবেশ ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আইনজীবীদের মধ্যে কাজ করে যাচ্ছে।


দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আইনজীবীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল নারায়ণগঞ্জ বার কর্তৃক আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে লইয়ার্স কাউন্সিলের নেতৃবৃন্দ নবীন আইনজীবীদের উদ্দেশে এ আহ্বান জানান।

বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল নারায়ণগঞ্জ বার শাখা ৭ ফেব্রুয়ারি নবীন আইনজীবীদের নিয়ে এক সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন লইয়ার্স কাউন্সিলের সভাপতি এডভোকেট জসিম উদ্দিন সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লইয়ার্স কাউন্সিলের সেক্রেটারী জেনারেল এড. মতিউর রহমান আকন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ আবদুল জব্বার, মাওলানা মাঈনুদ্দিন আহমাদ, মমিনুল হক সরকার, এডভোকেট আবদুল হাফিজ মোল্লা, এডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, এডভোকেট নিজাম উদ্দিন, এড. আবদুল কুদ্দুস, ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, জাকির হোসাইন, জামাল হোসাইন, এড. মাহফুজুল হক চৌধুরী। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এড. মাইনুদ্দিন মিয়া।

বক্তাগণ বলেন, বাংলাদেশের বিচারাঙ্গণে সুষ্ঠু পরিবেশ বিদ্যমান না থাকায় বিচার প্রার্থীগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। ন্যায় বিচার নিশ্চিত করতে না পারলে দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে। বিচারের নামে আজ নানাভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে। বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দকে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করা হচ্ছে। অনেককে ডান্ডাবেড়ি পরিহিত অবস্থায় স্বজনদের জানাযায় উপস্থিত করা হচ্ছে। এমনকি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে ডান্ডাবেড়ি পরিয়ে হাসপাতালে নেয়া হচ্ছে। রাজনৈতিক নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হচ্ছে। ফলে বিচার ব্যবস্থার ওপর থেকে মানুষের আস্থা কমে যাচ্ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।

নেতৃবৃন্দ বলেন, আইনজীবীগণ বিচার কার্যে আদালতকে সহযোগিতা করে থাকেন। কিন্তু আইনজীবীগণও সরকারের হয়রানি থেকে রেহাই পাচ্ছেন না। নেতৃবৃন্দ আরও বলেন, আদালত জামিন মঞ্জুর করার পরও আসামিদের মুক্তি না দিয়ে হয়রানি করা হচ্ছে। কারাগারে আটক থাকাবস্থায় বাইরের মামলা দিয়ে তাদের কারা জীবন দীর্ধায়িত করা হচ্ছে। দেশে আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে উপনীত হয়েছে। দেশের এই অবস্থা থেকে জাতিকে উদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে। নেতৃবৃন্দ নবীন আইনজীবীদেরকে তাদের পেশাগত যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি করে দেশে ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান।

তারা আরও বলেন, বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় নিয়মতান্ত্রিকভাবে কাজ করে যাচ্ছে। লইয়ার্স কাউন্সিলের পতাকাতলে সমবেত হয়ে বিচারাঙ্গণের সুষ্ঠু পরিবেশ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার জন্য নবীন আইনজীবীদের প্রতি কাউন্সিলের নেতৃবৃন্দ আহ্বান জানান।

প্রেস বিজ্ঞিপ্তি