tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০১ অক্টোবর ২০২৩, ১৪:০৮ পিএম

তুরস্কে আত্মঘাতী বিস্ফোরণ


turkey_ankara_explosion_20231001_133403911

তুরস্কের রাজধানী আঙ্কারায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এপি।


তুর্কি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আজ থেকে পার্লামেন্টের পুনরায় অধিবেশন শুরু হচ্ছে। এদিনই আঙ্কারায় একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির খবরে বলা হয়েছে, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আঙ্কারায় দুই সন্ত্রাসবাদী জেনারেল ডিরেক্টরেট অফ সিকিউরিটির সামনে হামলা চালায়। তাদের মধ্যে একজন বিস্ফোরক দিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছে।

তুর্কি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তুরস্কের রাজধানী আঙ্কারার কেন্দ্রস্থলে রবিবার একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে, বিস্ফোরণের পরে গুলি চালানো হয়েছে।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সন্ত্রাসী হামলায় ২ পুলিশ কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। তবে এর বেশিকিছু জানাননি তিনি।

সংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি এলাকায় বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গ্রীষ্মকালীন অবকাশের পর রোববার (১ অক্টোবর) সংসদ পুনরায় খোলার কথা রয়েছে। নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।

টেলিভিশন ফুটেজে বোমা স্কোয়াডকে ওই এলাকায় পার্ক করা গাড়ির কাছে কাজ করতে দেখা গেছে।

এনএইচ