নিকুঞ্জের একটি বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রনে
Share on:
রাজধানীর খিলক্ষেতে সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজের হোস্টেল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় রাত ৮টা ৪০ এর দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের ঘটনা জানা যায়নি।
এর আগে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫৫মিনিটের দিকে খিলক্ষেতের নিকুঞ্জ-২ এ এই অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
খবর পাওয়ার পরই সন্ধ্যা ৭টা ৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। আগুনের ভয়াবহতা বিবেচনায় পরে আরও ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ১৪ তলা বিশিষ্ট ভবনটির নবম তলায় অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হঠাৎ ১৪ তলা ভবনটির নবম তলায় আগুন লাগে। ওই ভবনটি মূলত একটি ছাত্রী হোস্টেল। আগুন লাগার সাথে সাথেই সেখান থেকে সকলে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন বলে জানা গেছে।
তবে অগ্নিকাণ্ডের কারণ বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এন