রাজনীতি
প্রকাশনার সময়: ১৫ নভেম্বর ২০২৩, ১৫:৫৬ পিএম
তফসিল ঘোষণা করলে পরিস্থিতি আরও জটিল হবে
Share on:
নির্বাচনকালীন সরকারের ফয়সালা না করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলে পরিস্থিতি আরও জটিল হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।
বুধবার (১৫ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সংবাদ সম্মেলন করে তিনি এ মন্তব্য করেন।
এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, এখন বিএনপির মহাসচিবসহ নেতারা জেলে। দলের কেন্দ্রীয় কার্যালয় তালা দেওয়া। এ অবস্থায় রেখে তফসিল ঘোষণা করা সাংঘর্ষিক আচরণ।
তফসিল ঘোষণা হলে পরিস্থিতি আরও জটিল হবে উল্লেখ করে তিনি বলেন, তখন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় নিতে হবে নির্বাচন কমিশনকে।
আমি মনে করি, ইসি তফসিল ঘোষণা করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এটা দেশের জন্য শুভকর নয়।