tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২২ জানুয়ারী ২০২২, ১৬:০১ পিএম

হাসপাতালে মাহাথির মোহাম্মদ


মাহাথির-মোহাম্মদ.jpg

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।


মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আজ শনিবার ( ২২ জানুয়ারি) তার এক মুখপাত্র এই তথ্য জানান।

তিনি বলেন, মাহাথির মোহাম্মদকে মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইন্সটিটিউটের কার্ডিয়াক কেয়ার ইউনিটে ভর্তি করানো হয়েছে। তবে বিস্তারিত কোনো তথ্যই জানাননি তিনি।

৯৬ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী চলতি বছর দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে গত ৭ জুন হৃদরোগের নিয়মিত চেকআপে হাসপাতালে গিয়ে ভর্তি হন। পরে স্বাস্থ্যগত উন্নতির পর তাকে ১৩ জানুয়ারি হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।

তার আগে গত বছরের ডিসেম্বরেও হৃদরোগের জটিলতায় হাসপাতালে ভর্তি ছিলেন মাহাথির মোহাম্মদ।

বর্তমানেও মালয়েশিয়ার পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করা এই নেতার হদরোগের দীর্ঘ ইতিহাস রয়েছে। এর আগে ১৯৮৯ সালে একবার ও ২০০৬ সালে দুই বার তিনি হৃদরোগে আক্রান্ত হন।

উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দুই মেয়াদে প্রায় ২৪ বছর দায়িত্ব পালন করেন মাহাথির মোহাম্মদ। সূত্র : রয়টার্স ও দ্য স্ট্রেইটস টাইমস।

এইচএন