tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৮ পিএম

ছাত্রলীগ নিয়ে নতুন চিন্তাভাবনা করছে আ.লীগ : ওবায়দুল কাদের


obaidul_kader3_0

শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষসহ নানা ঘটনায় আলোচনায় আসা আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগকে নিয়ে নতুন চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সম্প্রতি ছাত্রলীগ সবচেয়ে বেশি আলোচিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি ধর্ষণের ঘটনায়। গত ৩ ফেব্রুয়ারি রাতে আবাসিক হলে স্বামীকে আটকে রেখে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, তার পরিচিত মামুনুর রশীদ মামুনসহ ছয়জনের বিরুদ্ধে।

পরে ভুক্তভোগীর স্বামী ছয়জনকে আসামি করে আশুলিয়া থানায় ‘নারী ও শিশু নির্যাতন দমন’ আইনে মামলা করেন। তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে নিপীড়নবিরোধী মঞ্চের ব্যানারে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক শাখা ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের প্রায়ই তুচ্ছ ঘটনায় সংঘর্ষে জড়ানোর খবর আসে। সবশেষ চায়ের দোকানে বসা নিয়ে বাগবিতণ্ডার জেরে গত বৃহস্পতি ও শুক্রবার সংঘর্ষ হয় বগিভিত্তিক সিএফসি ও সিক্সটিনাইন গ্রুপের মধ্যে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষসহ সাম্প্রতিক কয়েকটি ঘটনায় আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠনটির কর্মকাণ্ড নিয়ে ভাবনার কথা জানতে চাওয়া হয় ওবায়দুল কাদেরের কাছে। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ব্যবস্থা হচ্ছে, নতুন করে চিন্তা-ভাবনা করছি। এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে যত কঠোর হওয়া দরকার সে বিষয়ে দলে সিদ্ধান্ত হয়েছে।

এসএম