tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৬ এপ্রিল ২০২৪, ১৪:১৭ পিএম

ঈদেও কি গরম থাকবে, যা জানাল আবহাওয়া অফিস


image-793014-1712391244

রমজানে গরমে অতিষ্ঠ জনজীবন। আবহাওয়া অফিস বলছে, গত বছরের চেয়ে এবার তাপমাত্রা বেশি থাকবে। ঈদের সময় ৩৪ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে তাপমাত্রা। জনজীবনে অস্বস্তি বাড়বে। তবে সিলেট ও আশপাশের এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে।


আবহাওয়া অফিস বলছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমে বাড়ছে অস্বস্তি। ২০২৩ সালের তুলনায় এ বছর তাপমাত্রা বাড়বে। ঈদের সময় গরমের অস্বস্তি থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘ঈদের সময় এই তাপপ্রবাহ থাকবে। বিশেষ করে রাজশাহী এবং খুলনা বিভাগের তাপপ্রবাহ পার্শ্ববর্তী এলাকায় বিস্তার লাভ করতে পারে। খুলনা ও ঢাকাসহ এসব এলাকার জেলায় তাপের আধিক্য থাকবে। এবং অস্বস্তিবোধ বেশি মনে হবে।’

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে সিলেট ও আশপাশের এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে। যদিও তাতে গরম কমবে না।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহী ও খুলনায় ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এনএইচ