tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১৭ মার্চ ২০২২, ১৪:৩২ পিএম

বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত


নিহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রেজাউল ইসলাম (৩৪) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।


যুবকের মরদেহ ভারতের অভ্যন্তরে পড়ে আছে। এ ঘটনায় বাবুল মিয়া নামের (৩৫) আরও এক যুবক আহত হয়েছেন।

বুধবার (১৬ মার্চ) দিনগত গভীর রাতে পাটগ্রাম উপজেলার জগতবেড় শমসেরনগর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল ইসলাম পাটগ্রাম উপজেলার পূর্ব জগতবের গ্রামের মুনসুর আলী ছেলে। আহত বাবুল মিয়া একই উপজেলার পূর্ব জগতবের গ্রামের মো. বেলাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার গভীর রাতে সীমান্তের মেইন পিলার ৮৬১ এর ৪ নম্বর সাব পিলারের কাছ দিয়ে কয়েকজন গরু ব্যবসায়ী ভারতের ভেতরে প্রবেশ করেন। এ সময় ১৬৯ বিএসএফ ব্যাটালিয়ন পারাশা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে রেজাউল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। বাবুল মিয়া (৩৫) রাবার বুলেটের আঘাতে আহত অবস্থায় ভারতের অভ্যন্তরে অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন।

জগতবের ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, নিহত ও আহত দুই যুবক জগতবের ইউনিয়নের বাসিন্দা। তাদের একটি দল ভারতে গরু আনতে গেলে বিএসএফ তাদের ওপর গুলি চালায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর ৬১ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার বলেন, ঘটনাটি ভারতের অভ্যন্তরে। তাই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে চিঠি দিয়েছি। বিএসএফ এখনো চিঠির জবাব দেয়নি।

তিনি আরও বলেন, সীমান্তে হত্যা কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে একটি প্রতিবাদ বিএসএফে পাঠানো হবে।

এমআই