tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২২ মে ২০২২, ১৩:০৬ পিএম

দেশব্যাপি বৃষ্টির সম্ভাবনা


Rain Falling Forcast-2022

বাংলাদেশের ৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি এ আট বিভাগের মধ্যে ছয় বিভাগের অনেক জায়গায় এবং দুই বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে।


রোববার (২২ মে) সংবাদ মাধ্যমকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য জানান।

এ কে এম নাজমুল হক বলেন, ‘অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।’

তিনি বলেন, ‘আজকেও আমাদের ৪৩টি স্টেশনের মধ্যে ৩৬টি স্টেশনে বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও দেশের বেশির ভাগ জেলায় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টায় ছয় বিভাগের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হবে। তবে বাকি দুই বিভাগে বৃষ্টির পরিমাণ কম থাকবে বলে জানান তিনি।’

চলতি মে মাসে দুটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস সম্পর্কে তিনি বলেন, ‘আগামী ৪ দিনের মধ্যে উল্লেখযোগ্য কোন কিছু হওয়ার সম্ভাবনা নেই।

জলবায়ুগত পরিস্থিতি বিবেচনায়ও ১ জুন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে। তবে জুনের বৃষ্টিপাতের ধরণে পরিবর্তন আসতে পারে।’

এইচএন