tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৭ এপ্রিল ২০২৩, ১৬:১৮ পিএম

ইসরাইলি আগ্রাসনের জবাব দেবে ফিলিস্তিন: হামাস


৪৪

হামাস প্রধান ইসমাইল হানিয়াহ বৃহস্পতিবার বলেছেন, জেরুসালেমের আল-আকসা মসজিদে ইসরাইলি আগ্রাসনের মুখে ফিলিস্তিনিরা তাদের অস্ত্র বন্ধ করে বসে থাকবে না।


ইসরাইলের উত্তরাঞ্চলে লেবানন থেকে রকেট ছোড়ার জন্য ফিলিস্তিনি যোদ্ধাদের ওপর দোষারোপ করার পর বৈরুত থেকে তিনি এ কথা বলেন।

ইসরাইল রকেট হামলার সামরিক প্রতিক্রিয়ার হুমকি দেয়ায় হানিয়াহ এক দিন আগে লেবাননের রাজধানীতে এসে বৃহস্পতিবার ফিলিস্তিনি সংস্থার অন্যান্য প্রধানদের সাথে দেখা করেন।

বৈঠকের পর এক বিবৃতিতে হানিয়াহ বলেন, আল-আকসার বিরুদ্ধে ইসরাইলের ‘বর্বর আগ্রাসনের’ মুখে আমাদের ফিলিস্তিনি জনগণ এবং ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো চুপ করে বসে থাকবে না।’

ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদের ভিতরে ইসরাইলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের এক দিন পর ইহুদি পাসওভারের ছুটিতে লেবানন থেকে ৩৪টি রকেট নিক্ষেপ করার জন্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে অভিযুক্ত করেছে ইসরাইল।

জেরুসালেমের সহিংসতা নিয়ে প্রতিবেশী রাষ্ট্র ব্যাপক নিন্দাবাদ জানায়। বেশ কয়েকটি ফিলিস্তিনি গোষ্ঠী প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

হানিয়াহ তার বিবৃতিতে, সমস্ত ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে ইহুদিবাদী দখলদারিত্বের (ইসরাইল) বিরুদ্ধে তাদের প্রতিরোধ জোরদার করার আহ্বান জানান।

এর আগে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট বলেছেন, রকেট ব্যারেজের জন্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলো দায়ী।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা নিশ্চিতভাবে জানি এটি ফিলিস্তিনিদের হামলা।’ তিনি বলেন, ‘এটি হামাস হতে পারে, এটি ইসলামী জিহাদ হতে পারে, তবে এটি হিজবুল্লাহ ছিল না। আমরা এখনো চূড়ান্ত করার চেষ্টা করছি।’

শিয়া গোষ্ঠী কার্যকরভাবে দক্ষিণ লেবানন নিয়ন্ত্রণ করে এবং গাজা উপত্যকায় শাসনকারী হামাস ও ছিটমহলভিত্তিক ইসলামিক জিহাদ গ্রুপের সাথে তাদের ভালো সম্পর্ক রয়েছে। সূত্র: এএফপি

এমআই