tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৯ এএম

সবজিসহ পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি : রাজধানী থেকে গ্রেপ্তার ৬৩


truk-1-20240204103318

সড়কে সবজি ও অন্যান্য পণ্যবাহী ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে পুলিশের এলিট ফোর্স র‍্যাব।


শনিবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে র‍্যাবের একাধিক টিম অভিযান পরিচালনা করে ৬৩ জনকে গ্রেপ্তার করেছে। এসময় জব্দ করা হয়েছে চাঁদাবাজির লক্ষাধিক টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, শীতের সবজি শীতেও কম দামে মিলছে না বাজারে। সড়কে সবজি ও অন্যান্য পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজির কারণে অনেক পণ্যে দাম বৃদ্ধি পাচ্ছে। ক্ষুদ্র ও পাইকার ব্যবসায়ীরাও হচ্ছেন ক্ষতিগ্রস্ত। ক্রেতা সাধারণ ন্যায্য দামে সবজিসহ নিত্য পণ্য কিনতে পারছেন না চাঁদাবাজিতে দাম বৃদ্ধির কারণে।

এ ব্যাপারে নির্বাচনের আগে থেকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছিল র‍্যাবের গোয়েন্দা টিম ও বিভিন্ন ব্যাটালিয়নের একাধিক টিম।

গতরাতে সুনির্দিষ্ট অভিযোগের সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ সাপেক্ষে সড়কে চাঁদাবাজির সময় হাতেনাতে মোট ৬৩ চাঁদাবাজকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে র‍্যাব-৩ ব্যাটালিয়ন ৩৯ জনকে, র‍্যাব-২ ও র‍্যাব-৪ ১২ জন করে ২৪ জনকে গ্রেপ্তার করে। এসময় চাঁদাবাজির প্রায় এক লক্ষাধিক টাকা ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

এসএম