নাসিক নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : রিটার্নিং কর্মকর্তা
Share on:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ( নাসিক) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ( নাসিক) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার।
আজ রোববার ( ১৬ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমকে তিনি এসব কথা জানান।
মাহফুজা আক্তার বলেন, সবকিছু বিবেচনায় সার্বিক পরিবেশ ভালো ছিল। প্রথমদিকে ভোটারদের উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ছে এবং উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে।
তিনি আরও বলেন, অনেকগুলো ওয়ার্ডে বেশ কয়েকটি কেন্দ্রে আমিসহ সংশ্লিষ্টরা পরিদর্শন করেছি। তাতে মনে হয়েছে, ভোটারদের সমাগম বাড়ছে এবং প্রতিটি ভোটকেন্দ্রে ভোট দেওয়ার গতি সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে।
তিনি বলেন, পুরো শহরে নতুন করে ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ার কারণে নারী ভোটাররা ধীরগতিতে ভোট দিয়েছেন। সব মিলিয়ে অবাধ ও সুষ্ঠু ভোট হয়েছে।
এইচএন