tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২০ জুন ২০২২, ১১:১৯ এএম

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প


earth

দ্বীপরাষ্ট্র তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এসময় রাজধানী তাইপের ভবনগুলো কেঁপে ওঠে। দেশটির পূর্ব উপকূলে ৬ মাত্রার এ ভূমিকম্পটি আঘাত হানে। এতে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর রয়টর্সের।


আবহাওয়া অফিস জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের গভীরতা ছিল ৬ দশমিক ৮ কিলোমিটার। এর কেন্দ্রস্থল হুয়ালিয়েন কাউন্টি দ্বীপে। যেখানে মানুষের বসাবাস খুবই কম।

তাইওয়ানজুড়েই ভূমিকম্পটি অনুভূত হয়েছে। তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত ও ভূমিকম্প প্রবণ।

প্রসঙ্গত, ২০১৬ সালের একটি ভূমিকম্পে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে শতাধিক মানুষ মারা যান। তাছাড়া ১৯৯৯ সালের সাত দশমিক তিন মাত্রার ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারান।

এইচএন