tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ১৫ জানুয়ারী ২০২৪, ১৪:১৪ পিএম

৫ বছর পর আবার ভারতে সাবিনা


sabina-20240115141238

বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন আজ ভারতের উদ্দেশে রওনা হয়েছেন। গতকাল বিকেলে ভারতের ভিসা পেয়ে আজ দুপুরে ভারতের ফ্লাইট ধরেছেন। ভারতীয় লিগে তিন মাসের চুক্তিতে খেলার উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি।


বাংলাদেশের নারী ফুটবলারদের মধ্যে সাবিনা প্রথমবারের মতো দেশের বাইরে খেলা শুরু করেন। মালদ্বীপের লিগে কয়েক বার খেলা সাবিনা ভারতে খেলেন ২০১৮ সালে। ৫ বছর পর আবারও খেলতে যাচ্ছেন সেখানে।

২০১৮ সালে সেথু এফসির জার্সিতে ৭ ম্যাচে ৬ গোল করেছিলেন। সেবার সাবিনার সঙ্গে খেলেছিলেন কৃষ্ণা রাণী সরকারও। এবার সাবিনা একাই খেলছেন। ৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া ইন্ডিয়ান উইমেন্স লিগের ক্লাব কিকস্টার্ট এফসির সাথে ৩ মাসের চুক্তি করেছেন সাবিনা। ১৭ জানুয়ারি গোয়ায় ভারতের ঘরোয়া লিগের খেলায় সেথু এফসির বিপক্ষে মাঠে নামতে পারেন সাবিনা। সাবিনার দলে বিদেশি খেলোয়াড় কোটায় নেপালের দু’জন খেলোয়াড়ও রয়েছেন।

সাবিনা জাতীয় নারী ফুটবল দলের ক্যাম্পে ছিলেন। ভারতের লিগে খেলার সুযোগ পাওয়ায় বাফুফে সাবিনাকে অনাপত্তিপত্র পত্র দিয়েছে।

এনএইচ