tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৯ জুন ২০২২, ০৯:২০ এএম

সাইকেল থেকে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট


biden-falls-off-bike-2022

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাইকেল চালাতে গিয়ে আচমকা পড়ে গেছেন। তবে অক্ষত আছেন তিনি। একটি ভিডিওতে দেখা গেছে, ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট সাইকেল থেকে পড়ে যাওয়ার পরপরই উঠে দাঁড়ান। এ সময় তিনি বলেন, ‘আমি ভালো আছি।’


শনিবার (১৮ জুন) সকালের দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ডেলাওয়্যারের রেহোবোথ বিচ লাগোয়া নিজ বাড়ির কাছে ফার্স্ট লেডি জিল বাইডেনকে সাথে নিয়ে সাইকেল চালাচ্ছিলেন জো বাইডেন।

সৈকতের একটি পার্কের কাছে দর্শকদের সাথে কথা বলার সময় সাইকেল থামান তিনি। কিন্তু সাইকেল থামিয়ে শরীরের ভারসাম্য ধরে রাখতে ব্যর্থ হন এবং সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান তিনি।

পরে সেখানে উপস্থিত শুভাকাঙ্ক্ষী এবং একদল সাংবাদিককে বাইডেন বলেন, বাইকের ক্লিপ থেকে এক পা বের করার চেষ্টার সময় ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন তিনি।

হোয়াইট হাউস বলেছে, প্রেসিডেন্ট সাইকেল থেকে পড়ে গেলেও শরীরে কোনও ধরনের জখম হয়নি।

প্রেসিডেন্টের কোনও চিকিৎসার প্রয়োজন হয়নি বলে জানিয়েছেন হোয়াইট হাউসের একজন কর্মকর্তা।

পরিবারের সাথে দিনের বাকি অংশ কাটানোর জন্য উন্মুখ হয়ে আছেন তিনি।

এইচএন