ছাগলনাইয়া সোসাইটি ঢাকা’র বর্ণাঢ্য অভিষেক
Share on:
ছাগলনাইয়া সোসাইটি ঢাকা’র ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অভিষেক হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর পল্টনে ফেনী সমিতির মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
রাশেদুল হাসান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়ার কৃতি সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জসিম উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে সভাপতি রাশেদুল হাসান রানা ‘ছাগলনাইয়া সোসাইটি ঢাকা’ গঠনের পটভূমি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরবর্তীতে এই সংগঠনের বিভিন্ন গুরত্বপূর্ণ দিকনির্দেশনা নিয়ে বক্তব্য দেন আগত অতিথিরা।
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালক ড. মো. হারুন অর রশিদ বলেন, এই সংগঠনের প্রথম কাজ হবে ছাগলনাইয়ার প্রতিটি গ্রাম ও ইউনিয়ন থেকে উদীয়মান তরুণ-যুবকদের বের করে আনা এবং তাদের মাধ্যমেই উপজেলার প্রতিনিধিত্ব করা। সমাজের সব ধরনের সেবায় এগিয়ে আসতে এসব তরুণ-যুবকদের গুরুত্ব সহকারে তরান্বিত করতে হবে। তাহলে উপজেলার সমৃদ্ধির পাশাপাশি এই সংগঠনও উজ্জীবিত হবে।
এই সংগঠনে তরুণদের স্বাগত জানিয়ে বিশিষ্ট ব্যবসায়ী দিদারুল আলম মজুমদার তার বক্তব্যে বলেন, উপজেলার প্রতিষ্ঠিত যেসব ব্যক্তিরা সরকার ও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রয়েছেন, তাদের সাথে সমন্বিতভাবে কাজ করতে হবে। তাহলে এলাকার অনেক বড় বড় উদ্যোগ বাস্তবায়ন সহজ হবে।
এ ক্ষেত্রে আগের সরকারের আমলে সমাজের উন্নয়নমূলক কার্যক্রমে বিভিন্নভাবে বাধার সম্মুখীন হতো। কিন্তু অন্তর্বর্তী সরকারের আমলে বিষয়গুলো আরও সহজ হবে বলেও জানান তিনি।
উচ্চশিক্ষার প্রতি গুরুত্বারোপ করে অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, এই সংগঠনের মাধ্যমে এলাকার মেধাবী শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষার জন্য ঢাকামুখী করতে হবে। পরবর্তীতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে যেতে পারলে তারাই আমাদের প্রতিনিধিত্ব করবে।
সবশেষ পাঁচ কর্মসূচি ঘোষণা দিয়ে সভাপতি রাশেদুল হাসান রানা বলেন, ‘ছাগলনাইয়া সোসাইটি ঢাকা’ এটি শতভাগ অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন শুধুমাত্র ছাগলনাইয়াবসীর জন্য। এ সময় তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও দিকনির্দেশনা তুলে ধরেন।
সাধারণ সম্পাদক আবদুল খালেক খোকনেরর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য করেন, আবদুল ওয়াদুদ এফসিএ, মজুমদার ইন্টারন্যাশনাল এর সত্ত্বাধিকারী মো. ওমর ফারুক মজুমদার, ছাগলনাইয়া সোসাইটি ঢাকা'র সহ-সভাপতি কাজী ওবায়দুল হক সিরাজী, মোহাম্মদ আব্বাস উদ্দিন, মো. মাহফুজুর রহমান মজুমদার, সাংগঠনিক সম্পাদক জাহেদ হোসাইন, দপ্তর সম্পাদক মো. সাদেকুল ইসলাম দিদার, স্বেচ্ছাসেবী সংগঠক সার্জেন্ট নুরুল আলম।
এছাড়াও ছাগলনাইয়া সোসাইটি ঢাকা'র সহ সাধারণ সম্পাদক এড. আজিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান ভুঁইয়া, শরিফুল ইসলাম, নজরুল ইসলাম কোষাধ্যক্ষ মো. আবদুল মোতালেব পাটোয়ারী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবদুল মোতিন মুক্ত, শিক্ষা ও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া রিয়াদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এনামুল হক আজিম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম, কার্যকরী সদস্য মো. আলাউদ্দিন পাটোয়ারী, মো. আবু তৈয়ব, মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী বাবর, ইব্রাহীম মজুমদার ছোটন, মোর্শেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
এনএইচ