ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে ফেনসিডিলসহ চালক আটক
Share on:
যশোরের বেনাপোল বন্দরে ভারত থেকে আমদানি করে আনা একটি পণ্যবাহী ট্রাকে অভিযান চালিয়েছে বিজিবি ও কাস্টমস। যৌথ এ অভিযানে ট্রাকচালকের সিটের পেছন থেকে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের ডিসি অথল চৌধুরী।
এ ঘটনায় গাড়ির চালক রফিকুল মন্ডলকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি বনগাঁ মহকুমার পেট্রাপোল এলাকার নাসির মন্ডলের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, আরআইবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে আমদানি করা কাঁচের গুড়াভর্তি একটি ট্রাকে বিপুল মাদকের একটি চালান বাংলাদেশে ঢুকবে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা আগে থেকে গোপন অবস্থানে থেকে রাত ১০ দিকে ভারতীয় গাড়িটি শনাক্ত করে।
পরে বিজিবি এবং কাস্টমসের যৌথ তল্লাশিতে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ওই ট্রাকের চালক রফিকুল মন্ডলকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
এমএইচ