ইউক্রেন হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : ন্যাটো
Share on:
ইউক্রেনে রাশিয়ার হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে জানিয়েছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটো।
ইউক্রেনে রাশিয়ার হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে জানিয়েছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটো।
এক টুইটারে ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ লিখেছেন- অসংখ্য বেসামরিক মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়বে। এটা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং ইউরো-আটলান্টিকের নিরাপত্তার জন্য হুমকি।
এসময় রাশিয়ার নতুন এই আগ্রাসনের বিষয়ে সিদ্ধান্ত নিতে ন্যাটো মিত্ররা বসবে বলেও জানান তিনি।
ন্যাটো হলো- নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সংক্ষিপ্ত রূপ। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্সসহ ১২টি দেশকে নিয়ে ১৯৪৯ সালে এই সামরিক জোট গঠন করা হয়। যে কোনও সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র হামলার সময় একে অন্যের সহায়তায় পাশে দাঁড়ানোর লক্ষ্যে গঠিত হয়।
মূলত ইউরোপে যুদ্ধ পরবর্তী রাশিয়ার সম্প্রসারণের হুমকি মোকাবিলা করাই ছিল এর উদ্দেশ্য। সোভিয়েত রাশিয়া ১৯৫৫ সালে ন্যাটোর পাল্টা হিসেবে পূর্ব ইউরোপীয় কমিউনিস্ট দেশগুলোর নিজস্ব সামরিক জোট গঠন করে, যা ‘ওয়ারশ প্যাক্ট’ নামে পরিচিত।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ওয়ারশ প্যাক্টভুক্ত কয়েকটি দেশ ন্যাটোর সদস্য হয়। ন্যাটো জোটের সদস্য সংখ্যা এখন ৩০।
এইচএন