বিপিএল: বৃষ্টিতে সিলেট-বরিশাল ম্যাচ পরিত্যক্ত
Share on:
চলতি ২০২২ সালের বিপিএলের ১৯তম ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেছে।
চলতি ২০২২ সালের বিপিএলের ১৯তম ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেছে।
আজ শুক্রবার ( ৪ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় মুখোমুখি হবার কথা ছিল ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্স। তবে দুপুরের হঠাত বৃষ্টিতে নির্দিষ্ট সময়ে টস হয়নি।
বিরতিহীন বৃষ্টিতে ম্যাচ শুরু হতেই পারেনি নির্দিষ্ট সময়েও। অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত বেলা ৩টা ৫০ মিনিটে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচটি। ম্যাচ ভেস্তে যাওয়ায় দুই দলই পাচ্ছে ১টি করে পয়েন্ট।
পয়েন্ট টেবিলে দুই নম্বরে থাকা বরিশালের পয়েন্ট বেড়ে দাঁড়ালো ৯ আর সিলেটের ৩। বরিশাল এ পর্যন্ত ৭ ম্যাচে ৪ জয়ে উঠে গেল টেবিলের শীর্ষে। সিলেট ৬ ম্যাচে ১ জয়ে থেকে গেল ৬ নম্বরেই।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ চলাকালীন হঠাত বৃষ্টিতে ম্যাচ থেমে থাকে ৬৪ মিনিট।
তবে আজকের বৃষ্টি শুরুর পর আর থামার নাম নেই। ঝির ঝির বৃষ্টি চোখ রাঙাচ্ছে সন্ধ্যার ম্যাচকেও।
দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মিনিস্টার ঢাকা। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবার কথা রয়েছে হাই-ভোল্টেজ ম্যাচটি।
এইচএন