tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০৫ অক্টোবর ২০২৩, ১২:৩২ পিএম

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল


time news...
রাজধানীর বিভিন্ন থানায় বিক্ষোভ জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতৃবৃন্দ ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।


বৃহস্পতিবার (৫ অক্টোবর) কদমতলী, কলাবাগান, হাজারীবাগ, ধানমন্ডি, কামরাঙ্গীরচর, শ্যামপুর, নিউমার্কেট, লালবাগসহ রাজধানীর বিভিন্ন থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলটি।

কদমতলী থানা : কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শনির আখড়া থেকে শুরু হয়ে আশেপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিয়া স্মরণি রোডে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর দক্ষিণের মজলিসে শুরা সদস্য মাওলানা মীর বাহার, এম এ রহিম, মুহাম্মদ মহিউদ্দিন, আতিকুর রহমান চৌধুরী, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের কদমতলী থানা সভাপতি মুহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ।

মিছিল পরবর্তী সমাবেশে কামাল হোসাইন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার জনগণের আন্দোলনে ভীত হয়ে উল্টো পথে ক্ষমতাকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা কেয়ারটেকার সরকার গঠন করতে ভয় পায়, নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায়। তারা ২০১৪ সাল এবং ২০১৮ সালের মতো আবারও অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলে রাখতে চায়। কিন্তু এ দেশের জনগণ তাদের সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দিবেনা।

তিনি আরও বলেন, কেয়ারটেকার সরকার ছাড়া এদেশে আর কোনো নির্বাচন হতে দিবে না। তাই অতিসত্বর এই অবৈধ সংসদ ভেঙ্গে দিয়ে তত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় জনগণ রাজপথে নেমে এসেছে তারা নিজেদের ভোট ও ভাতের অধিকার আদায় করেই ঘরে ফিরবে ইনশাআল্লাহ।

সহকারী সেক্রেটারি বলেন, এই জুলুমবাজ সরকার দীর্ঘদিন থেকে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহ. সেক্রেটারি জেনারেল মাও. রফিকুল ইসলাম খানসহ নেতা জামায়াতে ইসলামীর নেতা-কর্মী এবং দেশের বরেণ্য আলেম-ওলামাদের কারারুদ্ধ করে রেখেছে। আমরা অবিলম্বে তাদের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি।

তিনি বলেন, আজ এই আওয়ামী সরকারের পায়ের নীচ থেকে মাটি সরে গেছে। তাদের মানবাধিকার লঙ্ঘন, সীমাহীন লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস, জনগণের অধিকার হরণ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোকে দলীয় আখড়াই পরিনত করার ফলে আজ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র তাদেরকে স্যাংশন দিচ্ছে। আমরা বলতে চাই, শুধুমাত্র যুক্তরাষ্ট্রই তাদেরকে নিষেধাজ্ঞা দেয়নি বরং এদেশের মানুষও এই সরকারকে লাল কার্ড দেখিয়ে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তিনি সকলকে মানুষের মুক্তির চলমান আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানান।

TN
রাজধানীর বিভিন্ন থানায় বিক্ষোভ জামায়াতের

কলাবাগান থানা : কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ আল আমিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য এস এম এ আলী, জাহিনুর রহমান, মাহবুবুর রশিদ, গোলাম সরোয়ার, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখা সভাপতি তৌফিকুর রহমান প্রমুখ।

হাজারীবাগ থানা : ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নবী মানিকের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর রায়েরবাজার চৌরাস্তা থেকে শুরু হয়ে আশেপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, মহানগরী মজলিশে শুরা সদস্য মুজিবুর রহমান খান, শহিদুল ইসলাম সোহেল, মাহফুজ আলম, আখতারুল আলম সোহেল, মাহবুব আলম প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি