বৈদ্যুতিক চেয়ারে ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ডের হুমকি ইসরাইলের
Share on:
ইসরাইলের বিরুদ্ধে হামলায় জড়িত ফিলিস্তিনিদের বৈদ্যুতিক চেয়ারে বেঁধে মৃত্যুদণ্ডের হুমকি দেওয়া হয়েছে।
সোমবার দেশটির নিজস্ব সংবাদমাধ্যম ‘চ্যানেল থারটিন’ জানায়, ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এ হুমকি দেন। মৃত্যুদণ্ড কার্যকরে বেন-গভির দেশের সংসদ ‘নেসেট’কে ক্রমাগত চাপ দিচ্ছে বলেও জানা যায়।
এর আগে গত বৃহস্পতিবার পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি সামরিক অভিযানে নয়জন ফিলিস্তিনি নিহত হয়। ঘটনার একদিন পরই পূর্ব জেরুজালেমের একটি উপাসনালয়ের কাছে বন্দুক হামলায় নিহত হয় সাত ইসরাইলি।
এ ঘটনার জেরেই এ মৃত্যুদণ্ডের হুমকি দেন দেশটির নিরাপত্তামন্ত্রী। চ্যানেল থারটিন জানায়, কট্টরপন্থি ইহুদি শক্তি পার্টির এক বৈঠকে বেন-গভির বলেন, বেসামরিক মানুষের হত্যাকারী, দেশের ক্ষতি সাধনকারীদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত বৈদ্যুতিক চেয়ারের মাধ্যমে। তিনি আরও জানান, দেশের জন্য হুমকি বয়ে আনে এমন অস্ত্রধারীদের সহজে গ্রেফতার করার লক্ষ্যে ফিলিস্তিনি বসতির আশপাশের এলাকায় কারফিউ আরোপের নির্দেশনা দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনি ভূখণ্ডে হামলার কারণে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেশটিতে।
এমআই