বায়রার নির্বাচন স্থগিত করল হাইকোর্ট
Share on:
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) নির্বাচনী তফসিল স্থগিত করেছে হাইকোর্ট।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের চৌধুরী ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এটি হলো সংস্থার সদস্য খন্দকার আবু আশফাকের দায়ের করা একটি রিট পিটিশনের প্রাথমিক শুনানির পরের সিদ্ধান্ত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া।
সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, "বায়রা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪ দ্বারা পরিচালিত হয় এবং ওই বিধিমালার ১৪ ধারায় স্পষ্ট বলা হয়েছে, যে কোনো বাণিজ্য সংগঠনের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের অন্তত ৯০ দিন আগে নির্বাচনী বোর্ড ও ৩ সদস্য বিশিষ্ট একটি আপিল ভোট গঠন করবে। কিন্তু বায়রা যেহেতু আংশিক কমিটি নিয়ে চলছে, তারা ৯০ দিন আগে তফসিল ঘোষণা করেনি। ২৪ অক্টোবর তফসিল ঘোষণা হওয়ার পর ১০ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল, যা আইনানুগ নয়।"
তিনি আরও বলেন, "এছাড়া, ইতিমধ্যে নয়জন কার্যনির্বাহী সদস্য পদত্যাগ করেছেন, প্রধান নির্বাচন কমিশনার পালিয়ে গেছেন এবং বর্তমান সভাপতি বিদেশে অবস্থান করছেন। সুতরাং, নির্বাচনী তফসিল ঘোষণা করা পুরোপুরি অবৈধ।"
হাইকোর্ট উভয় পক্ষের শুনানি শেষে নির্বাচন তফসিল স্থগিত করার আদেশ দেয়। এর ফলে বায়রার নির্বাচন আপাতত স্থগিত থাকবে।
সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, "আইনের অধীনে প্রশাসক নিয়োগের ব্যবস্থা রয়েছে, তাই বাণিজ্য মন্ত্রণালয়কে দ্রুত প্রশাসক নিয়োগ দিয়ে সঠিকভাবে নির্বাচন প্রক্রিয়া শুরু করার পদক্ষেপ নিতে হবে।"
এনএইচ