tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০১ অক্টোবর ২০২৪, ১৭:২৩ পিএম

লেবাননে ইসরায়েলি সেনাদের প্রবেশের তথ্য মিথ্যা : হিজবুল্লাহ


israel-fight-20241001170348

লেবাননের ভেতর সীমিত আকারে স্থল হামলা শুরু হয়েছে বলে মঙ্গলবার রাতে এক বিবৃতি জানায় দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তবে স্থল হামলা চালানোর এ দাবি মিথ্যা বলে পাল্টা দাবি করেছে লেবাননি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।


মঙ্গলবার (১ অক্টোম্বর ) সকালে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। তারা বলেছে, আমাদের যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের মধ্যে সরাসরি কোনো সংঘর্ষ হয়নি। তবে আমরা এমন যুদ্ধের জন্য প্রস্তুত আছি।

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছিল, ইসরায়েলি সেনারা লেবাননে প্রবেশ করেছে। তবে যতটুকু তারা এগিয়েছে সেটুকু জায়গা হেঁটে যাওয়া যাবে। সূত্রটি আরও জানায়, হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি সেনাদের সরাসরি কোনো সংঘর্ষ হয়নি এবং গাজায় যেমন স্থল হামলা চালানো হয়েছিল এটি তেমন নয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে হিজবুল্লাহর মিডিয়া রিলেসন্স কর্মকর্তা মোহাম্মদ আফিফ বলেছেন, “উগ্র ইহুদিবাদীরা লেবাননে দখলদার সেনাদের প্রবেশের যত দাবি করেছে তার সব মিথ্যা।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ‘ভুয়া’ স্থল হামলার ব্যাপারে মঙ্গলবার সকালে বলে, “কয়েক ঘণ্টা আগে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে ‘নির্দিষ্ট এবং সীমিত’ স্থল অভিযান শুরু করেছে সেনারা। ব্লু লাইনের কাছে অবস্থিত হিজবুল্লাহর এই অবকাঠামোগুলো ইসরায়েলি শহরগুলোর জন্য তাৎক্ষণিক হুমকি হিসেবে দাঁড়িয়েছে।”

তবে স্থল হামলা শুরুর দাবি জানানোর আগে লেবাননের সীমান্তবর্তী অঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ করে দখলদার ইসরায়েলের সেনারা।

সূত্র: বিবিসি, আলজাজিরা

এসএম