tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২১ জুলাই ২০২৩, ০৯:২৮ এএম

পাকিস্তানে ভারি বৃষ্টিতে নিহত ১৬


1

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও গুরুত্বপূর্ণ শহর লাহোরে বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।


বুধবার (১৯ জুলাই) ভোররাতে ইসলামাবাদের শহরতলীতে একটি সামরিক কম্পাউন্ডের সীমানা দেওয়ালের অংশ ধসে ১১ শ্রমিকের মৃত্যু হয়। বৃষ্টিতে দেওয়ালটি দুর্বল হয়ে পড়েছিল বলে পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন।

একইদিন লাহোরের বিভিন্ন এলাকায় বৃষ্টির মধ্যে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ৫ জন মারা যান।

ইসলামাবাদের গোলরা মোড়ের ঘটনায় নিহত শ্রমিকরা একটি আন্ডারপাস নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন। তবে ঘটনার সময় তারা কাছেই তাদের তাঁবুতে ঘুমিয়ে ছিলেন। ঐ সময় সামরিক কম্পাউন্ডের ১১ ফুট উঁচু দেওয়াল তাদের ওপর ধসে পড়ে।

এ ঘটনায় আরো পাঁচ শ্রমিক আহত হয়েছেন।

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শ্রমিকদের বের করে আনতে উদ্ধারকারীদের ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে হয়েছে। আহতদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সেখানে ১১ জনের মৃত্যু হয়।

ইসলামাবাদে প্রবল বৃষ্টি চলতে থাকায় সরকারি সব বিভাগকে সতর্কাবস্থায় থাকতে বলা হয়েছে। আগামী কয়েক দিনে আরো বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

লাহোরে যে পাঁচজন বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন, তাদের মধ্যে ১০ ও ১২ বছর বয়সি দুই শিশু আছে। সূত্র : ডন।

এন