শেষ ওয়ানডেতে নেই তামিম-লিটন
Share on:
নিউজিল্যান্ড সিরিজের দুটি ওয়ানডে শেষ। আগামী মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে কিউইদের মোকাবিলা করবে বাংলাদেশ। সেই ম্যাচটি খেলতে চান না তামিম ইকবাল ও লিটন কুমার দাস।
বৃষ্টিতে পণ্ড হয় বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে। শনিবার মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে টাইগারদের ৮৬ রানে হারায় কিউইরা। সেই ম্যাচের পর টিম ম্যানেজমেন্টের কাছে বিশ্রামের আবেদন জানান তামিম ও লিটন। বিসিবি সূত্রের খবর, এই দুই ওপেনারকে ছাড়াই তৃতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ।
চোট সারিয়ে মাঠে ফিরে ইতোমধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলে ফেলেছেন তামিম ইকবাল। দ্বিতীয় ম্যাচের পর পিঠের অস্বস্তির কথা জানান তিনি। বিশ্বকাপের আগে আরো একটি ম্যাচ খেলে চোটের ঝুঁকি বাড়াতে চান না দেশসেরা ওপেনার। এদিকে জ্বর সারিয়ে এশিয়া কাপ খেলতে যান লিটন দাস। একটানা ম্যাচ খেলার কারণে বিশ্রাম চেয়েছেন তিনি।
আগামী ৫ই অক্টোবর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ।
আগামী ৭ই অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ।
এমবি