tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০৭ জুন ২০২৪, ১৪:০০ পিএম

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে নির্ভার শ্রীলঙ্কা


untitled-1-20240607131148

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি শ্রীলঙ্কার। আসরে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হেরেছে তারা। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে লঙ্কানরা। টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে শ্রীলঙ্কার সহকারী কোচ থিলান কান্দাম্বি জানালেন, এই ম্যাচের আগে বাড়তি চাপ নিচ্ছে না দল।


ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 'চাপ কাজ করছে না। বাংলাদেশের বিপক্ষে সম্প্রতি আমরা ভালো ক্রিকেট খেলেছি। আমাদের তাই আত্মবিশ্বাস আছে, আশা করছি সেই মোমেন্টাম নিয়েই খেলব।'

জয়ের ব্যাপারে আশাবাদী কান্দাম্বি বলেন, 'বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ আমরা জিতেছি। সব মিলিয়ে আমরা ওদের বিপক্ষে খুবই ভালো খেলেছি। আমার মনে হয় ছেলেদের ঐ আত্মবিশ্বাস আছে। বাংলাদেশের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করে আমরা কাজ করছি। সাম্প্রতিক সময়ে ওদের বিপক্ষে খেলার কারণে ছেলেরা যথেষ্ট আত্মবিশ্বাসী।'

আগের ম্যাচে ৭৭ রানে অলআউট হওয়ার পরেও বোলিংয়ে ভালো করেছিল লঙ্কানরা। সেই প্রসঙ্গে কোচ বললেন, ‘এটা আসলে একটা ম্যাচের ব্যাপার। আমরা ভালো ব্যাটিং করিনি কিন্তু নিউ ইয়র্কে আমাদের বোলার এবং ফিল্ডাররা এত অল্প রান ডিফেন্ড করতে যে লড়াইটা করেছে সেটা দারুণ। ছেলেদের উপর আমার ভরসা আছে এবং ব্যাটাররা সবাই অনেক ম্যাচ খেলে ফেলেছে তারা যেকোন সময়ই ফিরে আসবে।’

এনএইচ