ইসলামী আন্দোলনের মহাসমাবেশে লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান
Share on:
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) জুমার নামাজের পর সমাবেশ শুরু হয়। সমাবেশকে ঘিরে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতি জনস্রোতে রূপ নেয়।
জানা গেছে, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির প্রবর্তন ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলের দাবিতে এ সমাবেশ করছে দলটি।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) সভাপতিত্ব করছেন। এ ছাড়া দলের কেন্দ্রীয় ও জাতীয় নেতারা এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করবেন।
ইসলামী আন্দোলন সূত্র জানিয়েছে, আজ দলটির আমির চলমান রাজনৈতিক সংকট নিয়ে বড় ধরনের কর্মসূচি ঘোষণা করতে পারেন। তবে কী ধরনের কর্মসূচি আসবে সে বিষয়ে স্পষ্ট কিছুই বলা সম্ভব হচ্ছে না।
এনএইচ