বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর গুলশানে এনডিএমের সাথে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
এসময় ঐকমত্য কমিশনের প্রতি আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, যেসব সংস্কারে সমঝোতা হয়েছে তা জাতিকে জানানো উচিত। এবং এই প্রক্রিয়া শেষ করে দ্রুত জুলাই চার্টার তৈরি করে সেটিতে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর করারও তাগিদ দেন তিনি।এরপর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলে ডিসেম্বরের আগেই ভোট হতে পারে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা।
এদিন বিকেল চারটায় এনডিএম এর সাথে লিয়াজোঁ কমিটির বৈঠক শুরু হয়। এরপর গণফোরামের সাথেও বৈঠক হয়।
এইচআর