tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
স্বাস্থ্য প্রকাশনার সময়: ১৪ জুলাই ২০২৪, ০৯:০০ এএম

ডায়াবেটিস শরীরে বাসা বাঁধলে চোখে যেসব সমস্যা হতে পারে


high-blood-sugar-and-eyes-20240714102617

ডায়াবেটিস একটি গম্ভীর রোগ যা শরীরে ব্লাডসুগার বৃদ্ধি করে নানান ধরনের সমস্যা তৈরি করে৷ প্যানক্রিয়াসে ইনসুলিনের পরিমাণে কমতে থাকে৷ ইনসুলিন এমন এক হরমোন শরীরের শর্করার প্রভাব বিস্তার করে৷ ডায়াবেটিসের ফলে শরীরে নানান ধরনের সমস্যা হতে পারে৷


এর মধ্যে চোখের বিষয়টি খেয়াল রাখতে হবে। কেননা ডায়াবেটিস শরীরে বাসা বাঁধলে চোখে নানান ধরনের সমস্যা হতে পারে ৷ ডায়াবেটিস ঠিক কোন স্তরে আছে সেটি খেয়াল রাখতে হবে ৷

চোখে যেসব সমস্যা হতে পারে

» ডায়াবেটিসের কারণে চোখে ঘোলাটে ঘোলাটে ভাব, পরিষ্কারভাবে কিছুই দেখতে পাওয়া যায় না৷ যা স্থায়ী বা অস্থায়ীভাবে সমস্যা বজায় থাকবে৷

» হঠাৎ করে চোখে ব্যথা যন্ত্রণা হতে থাকে যা রেটিনাতে নানান ধরনের সমস্যা করতে পারে৷ চোখে বা চোখ থেকে বিল্ডিং বা রক্তপাত হতে পারে৷

» ব্লাডসুগারে চোখের রং বদলে যেতে পারে৷ দৃষ্টিশক্তি ক্ষমতা একেবারে ফিকে হয়ে গেছে ৷ চোখ ফিকে হয়ে যেতে থাকে৷

» ডায়াবেটিসের ফলে চোখে একটি শুকনো শুকনো ভাব থেকে থাকে ৷ চোখে চুলকানি তৈরি হতে শুরু করেছে ৷

» ডায়াবেটিসে চোখে মাংসপেশিতে প্রভাব ফেলে অতিরিক্ত মাত্রায় চোখের ক্লান্তি, মাথা ব্যথা ইত্যাদি হতে থাকে ৷

» এই সমস্যাগুলোর মধ্যে কোনও একটি সমস্যা দেখে গেলে ধরে নিতে হবে চোখে সমস্যা হচ্ছে৷ এরফলে প্রতিনিয়ত চোখের পরীক্ষা করাতে হবে, একই সঙ্গে এই সমস্যা থেকে বাঁচতে হবে৷

এনএইচ